Skip to main content

Posts

Showing posts from 2017

শিকারীর সাথে একঘরে-রাশেল

"পাখিদের প্রেমের চাইতে তাদের মাংস উপাদেয়" বলতে বলতে শিকারীর কাঁপাকাঁপা হাত স্থির করে দিলেন কবি। এটা এমন হলো, এটা আর কোনভাবেই হতে পারতো না যেহেতু দুটো ডাহুকের খেয়ালই ছিলো না; মানুষ! হয়তো চুমুর প্রস্তুতি অথবা আত্মহত্যার, যাই হোক, মানুষের যেকোন বিরহের চেয়ে বিষণ্ণ প্রেম নিয়ে পালকের কবরে, ওরা মৃদু টোকা দেয়, একে অপরের ঠোঁটে, তাতে শিকারীর মনে পড়ে, ক্যান্সার কারে যেনো নিয়ে গিয়েছিলো চড়ুইয়ের স্যুপ থেকে ওঠায়ে শকুনের কিনারে! স্মৃতি, ঠকঠক নাড়ে কড়া, তাতে কনকন কাঁপে হাত, কবি, বুঝায়ে দেও ওরে সভ্যতার সংঘাত! কবি আসে(নাকি কসাই?), বিব্রত বড়ো, দেখে নাজুক মানসে শিকারী, নেয় অহিংসার পাঠ, আরে নাহ্! এসব বুজরুকি! রক্তে যার বুলেট লেখা, সে কি আর রক্ত দেখে ভয় পাবে নাকি! লক্ষ্য স্থির করো, আকাশের প্রেক্ষাপটে দেখো আমিষের ফুল দুটো ফুটে আছে একেরে জড়ায়ে আরেক, যেনোবা খেয়াল নেই, মানুষ এসেছে! ট্রিগার চাপো, দেখো বাকীরাও কেমন ঝাকঝাক উড়ে চলে যায় রেঞ্জের বাইরে, এরা পালায় এবং প্রেম করে, প্রেম করে এবং পালায় এবং বুলেটের সাথে সংঘর্ষে নিহত হয় অন্তত একজন। কবি, যাও যাও যাও, কান্না থামা